২১ অক্টোবর, ২০২০ ২১:৩৫

মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন ৮ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন ৮ নভেম্বর

ফাইল ছবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ৮ নভেম্বর সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) নম্বর দফায় প্রদত্ত ক্ষমতাবলে বুধবার তিনি এ অধিবেশন আহ্বান করেন।

আগামী রবিবার সন্ধ্যা ৬টায় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের ধারাবাহিক দশম অধিবেশন শুরু হবে। মহামারি করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে এবারও কঠোর স্বাস্থ্যবিধি মেনে এ অধিবেশন চলবে।

আগের তিনটি অধিবেশনের মতো এবারও বয়সে অপেক্ষাকৃত তরুণ ও সুস্থ এমপিদের সংসদে যাওয়ার জন্য উৎসাহ দেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতি বছর সংসদের সপ্তম, অষ্টম ও নবম অধিবেশন অনুষ্ঠিত হয়।

এর আগে, সব প্রস্তুতি শেষ করেও করোনা মহামারি পরিস্থিতির কারণে গত ২২ ও ২৩ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনটি স্থগিত করা হয়।

জাতীয় সংসদ মুজিববর্ষ উপলক্ষে ১০টি কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান।

এছাড়া রয়েছে নভেম্বরে মুজিববর্ষের ওয়েবসাইট উদ্বোধন, স্মারক ডাকটিকিট উন্মোচন, ৪ নভেম্বর সংবিধান দিবস উদযাপন, মাসব্যাপী আলোকচিত্র ও প্রামাণ্য দলিল প্রদশর্নী, ‘সংসদে বঙ্গবন্ধু’ বই প্রকাশনা ও শিশুমেলাসহ প্রভৃতি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর