আগামী শনিবার (১৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এদিন দুপুর ১২টায় রাজধানীর বেইলি রোডে নিজ বাসায় এ সংবাদ সম্মেলন করবেন তিনি।
বৃহস্পতবিার সন্ধ্যায় গণফোরাম নেতা লতিফুল বারী হামিম গণমাধ্যমকে এ তথ্য জানান।
জানা যায়, শনিবার ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় গণফোরামের দুই অংশের যৌথ বৈঠক রয়েছে। ওই বৈঠক থেকে দুই অংশ এক হয়ে জাতীয় কাউন্সিলের ঘোষণা দেবে। সংবাদ সম্মেলনে উভয়পক্ষের নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন