জানুয়ারির প্রথম সপ্তাহেই শীত কিছুটা কমেছে। তবে আগামী মঙ্গলবার থেকে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ শুক্রবার পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।
জানা গেছে, আগামী ৪ দিনের শেষের দিকে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে শীত আর বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার মধ্যে মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।
এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।
বিডি-প্রতিদিন/শফিক