করোনাভাইরাস প্রতিরোধে অগ্রাধিকার ভিত্তিতে আইনজীবীদের টিকাদেওয়ার তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন। আদেশের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন রিটকারী আইনজীবী আবু তালেব।
আবু তালেব জানান, করোনার টিকা প্রদানের অগ্রাধিকার তালিকায় ১৯ ধরনের ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা রয়েছে। এই তালিকায় আইনজীবীদের অন্তর্ভুক্তি চেয়ে গত ১১ এপ্রিল রিট আবেদন করেন তিনি।
এর আগে গত ৩১ মার্চ সরকারের সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেন। নোটিশের জবাব না পেয়ে রিট আবেদন করা হয়। আবেদনে গত ১৩ এপ্রিল রুল জারি করেন হাইকোর্ট।
চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়। এই রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে আদালত আদেশ দেন।
বিডি প্রতিদিন/আল আমীন