মঙ্গলবার বিকাল ৫টা থেকে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরুর কথা থাকলেও সার্ভারজনিত সমস্যার কারণে তা শুরু হয়নি। ফলে বুধবার (১৪ জুলাই) থেকে এই টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
মঙ্গলবার রাতে বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক মোহাম্মদ সফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘আন্তঃনগর ট্রেনের ১৫, ১৬, ১৭ ও ১৮ জুলাই ঈদযাত্রার সব টিকিট বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে শুধু অনলাইন ও অ্যাপের মাধ্যমে অগ্রিম ব্যবস্থাপনায় ইস্যু করা হবে। আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত (২১ জুলাই ঈদের দিন ব্যতীত) যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিতকরণার্থে আন্তঃনগর ট্রেনসমূহের বিদ্যমান আসন অর্ধেক আসন সংখ্যার অর্ধেক টিকিট ইস্যু করা হবে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ