গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ৩০০ অসহায় ও অতিদরিদ্র পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। স্বাস্থ্যবিধি মেনে কালের কণ্ঠ শুভসংঘের সহযোগিতায় আজ বুধবার উপজেলার লোকনাথ ডেইরি ফার্ম মাঠে বসুন্ধরা গ্রুপের এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
বসুন্ধরা গ্রুপের ত্রাণ সহায়তা পেয়ে রাবেয়া বেগম নামের এক অসহায় নারী বলেন, ‘আমার দেখার মতো কেউ নাই। ১০ বছর আগে স্বামী মারা গেছে। কোনো ছেলে নাই। কেউ সাহায্য করে না। নিজেই টুকটাক কাজ করে খেয়ে বেঁচে আছি। তোমরা আমাকে আজকে খাবার দিলা। আল্লায় তোমাদের হায়াত দান করুক। তোমরা ভালো থাকো।’
আনোয়ারা বেগম বলেন, ‘আমার স্বামী অচল। জমিজমা কিছু নাই। ছেলে মাঝে মধ্যে কিছু দেয় কিন্তু তা দিয়া সংসার চলে না। মেম্বার-চেয়ারম্যান সাহায্য করলে আমর মতো গরিবরা পায় না। আপনারা আজকে চাল-ডাল দিলেন। আল্লায় আপনাদের ভালো করবে।’
এ সময় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল লতিফ প্রধান বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বাংলাদেশের সকল জেলার মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন, তাই তাকে ধন্যবাদ জানাই। শুভসংঘের সকল সদস্যকেও ধন্যবাদ জানাই তাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্য। আজকে যারা উপকারভোগী এসেছেন এখানে সবাই মাস্ক পরবেন। স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সরকারি বিধি-নিষেধ মেনে চলবেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সদস্য শরীফ মাহদী আশরাফ জীবন, গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস লতা, সামিউল ইসলাম, রওজাতুন্নাহার লাবণ্য, মিনহাজুর রহমান নয়ন, সারাফ সোহাইবা নিহা, উম্মে কুলছুম তালুকদার, দেবী সাহা, রেহানা আক্তার রিসাত, উম্মে সালমা বৃষ্টি, তানহা, শুভসংঘ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা বাবুলাল চৌধুরী, সভাপতি তাহমিদ চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ বিল্পব, মাহফুজুর রহমান মুন, তাহমীদুর রহমান তাহমীদ, রাশিদ তাকি রাশু, মাহফুজ রহমান মুন, হুমায়ুন আহমেদ বিপ্লব, নেহরিন প্রিয়তী, বাপ্পি কুমার ঘোষ, প্রাপ্তি সরকার, অয়ন সুলতান, তনু রানী রায়, মুরাদ, স্বাধীন, সিয়াম সিদ্দিক, মিলন, জুয়েল, জিহাদ, সাঈদ, মুবিন, তন্ময়, আবিদ সিয়াম, সাদিয়া, স্বর্না, রুদ্র, সিহাব প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক