২৫ জুলাই, ২০২১ ১৮:৩৬

‘অলিম্পিক লরেল’ পুরস্কারে ভূষিত হওয়ায় ড. ইউনূসকে অভিনন্দন রবের

অনলাইন ডেস্ক

‘অলিম্পিক লরেল’ পুরস্কারে ভূষিত হওয়ায় ড. ইউনূসকে অভিনন্দন রবের

‘অলিম্পিক লরেল’ পুরস্কারে ভূষিত হওয়ায় ড. ইউনূসকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব

‘অলিম্পিক লরেল’ পুরস্কারে ভূষিত হওয়ায় ড. ইউনূসকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

রবিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, “অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ‘অলিম্পিক লরেল’ প্রাপ্তির বিরল সম্মান আমাদের জাতীয় মর্যাদাকে বৃদ্ধি করবে, বিশ্ববাসীর কাছে মর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশ সমাদৃত হবে, যা আমাদের জন্য নিঃসন্দেহে গৌরবজনক। ড. মুহাম্মদ ইউনুস বিশ্ব ক্রীড়া জগতের সর্বোচ্চ সম্মান ‘অলিম্পিক লরেল’-এ ভূষিত হওয়ায় বাংলাদেশের জনগণ ও ব্যক্তিগতভাবে আমি গর্ববোধ করছি।’

আ স ম রব বলেন, ‘এই অ্যাওয়ার্ড প্রবর্তনের পর আপনি দ্বিতীয় ব্যক্তি, যিনি বিরল সম্মান অর্জন করলেন। এর আগেও শান্তিতে নোবেল জয় করে আপনি বাংলাদেশকে গৌরবান্বিত করেছেন। তেমনি এবার বিশ্ব ক্রীড়া জগতের সর্বোচ্চ সম্মান অর্জন আমাদের আত্মশক্তিতে বলিয়ান হওয়ার প্রেরণা যোগাবে। আপনার বিশাল প্রাপ্তি ও সাফল্যে বাংলাদেশের জনগণ আনন্দিত ও গৌরবান্বিত।’

তিনি বলেন, “আপনাকে ‘অলিম্পিক লরেল’ অ্যাওয়ার্ডের বিরল সম্মানে ভূষিত করার জন্য আমি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিও কৃতজ্ঞতা জানাই। আমি বিশ্বাস করি, বিরল সম্মানে আপনার তিন শূন্যের বিশ্ব গড়তে অর্থাৎ শূন্য কার্বন নিঃসরণ, দারিদ্র্য দূর করতে শূন্য সম্পদ কেন্দ্রীভূতকরণ ও শূন্য বেকারত্বের আহ্বান আরও বেশি গতিশীল হবে। আমি আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি।’ 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 

 
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর