শিরোনাম
৩১ জুলাই, ২০২১ ১৮:১২

কাহালুতে ৩০০ পরিবারকে ত্রাণ দিল বসুন্ধরা গ্রুপ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

কাহালুতে ৩০০ পরিবারকে ত্রাণ দিল বসুন্ধরা গ্রুপ

বগুড়ার কাহালু উপজেলায় ৩০০ অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। 

স্বাস্থ্যবিধি মেনে শনিবার দুপুরে কালের কণ্ঠ শুভসংঘের সহযোগিতায় কাহালু সরকারি কলেজ মাঠে বসুন্ধরা গ্রুপের এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া সকলের মাঝে মাস্ক বিতরণ ও করোনা সুরক্ষায় সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

ত্রাণসামগ্রী বিতরণকালে কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ বলেন, বর্তমানে আমাদের দেশ ক্রান্তিকাল সময় পার করছে। সমাজের খেটে খাওয়া মানুষ অসহায় হয়ে পড়ছে। সেই মুহূর্তে বসুন্ধরা গ্রুপ সরকারের পাশাপাশি এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের ৭-১০ দিনের খাবার সহায়তা দিচ্ছে। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বর্তমান পরিস্থিতিতে সরকারের পাশাপাশি দেশের সব শিল্প প্রতিষ্ঠানের উচিত এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান, কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হোসেন তালুকদার, কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠ বগুড়ার ব্যুরো প্রধান লিমন বাসার, কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, বগুড়া জেলার উপদেষ্টা মোস্তফা মাহমুদ শাওন, সাধারণ সম্পাদক শিশির মোস্তাফিজ, সদস্য মশিউর রহমান জুয়েল, শুভসংঘের নন্দীগ্রাম শাখার উপদেষ্টা আনোয়ার হোসেন রানা, প্রভাষক মাকসুদুর রহমান, শুভসংঘের গণ বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক মিম খান, উত্তরা ইউনিভার্সিটির সাবেক সভাপতি আলমগীর হোসেন রনি, আল জামি, অপূর্ব মণ্ডল প্রমুখ।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর