১৬ সেপ্টেম্বর, ২০২১ ১৯:৫৭

ভয়াবহ ভিওআইপি সিন্ডিকেট, বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার : পীর মিসবাহ

অনলাইন প্রতিবেদক

ভয়াবহ ভিওআইপি সিন্ডিকেট, বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার : পীর মিসবাহ

পীর ফজলুর রহমান মিসবাহ। ফাইল ছবি

অবৈধ ভিওআইপি ব্যবসার কারণে বাংলাদেশ বছরে ৪,৫৬২ কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে উল্লেখ করে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, ‘বাংলাদেশে অবৈধ ভিওআইপির ভয়াবহ সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কবলে পড়ে বাংলাদেশের সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।’ 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের সমাপনীতে তিনি এসব কথা বলেন।   

পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ‘বিটিআরসির দায়িত্বশীল কর্মকর্তারাই বলছেন, ভিওআইপির কারণে সরকারের দৈনিক ক্ষতি হয় সাড়ে ১২ কোটি টাকা। মাসে এই ক্ষতির পরিমাণ ৩৭৫ কোটি টাকা। বার্ষিক হিসাবে ৪,৫৬২ কোটি টাকার বেশি। আশ্চর্যজনকভাবে এই ভিওআইপির সাথে জড়িত হয়ে গেছে আমাদের সরকারি প্রতিষ্ঠান টেলিটক। টেলিকট কীভাবে জড়িত হলো?’

তিনি বলেন, ‘গত ৩ ফেব্রুয়ারি রাজধানীর নিউমার্কেট-তুরাগ-শাহআলী থানা এলাকায় বিটিআরসির এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরের পরিদর্শকদের সমন্বয়ে এবং র‌্যাব মিলে তারা একটি অভিযানে গিয়েছিল। সেই অভিযানে গিয়ে তারা ভিওআইপির চক্রের কয়েকজনকে আটক করেন, ৩ জনকে আটক করেন। সেখানে ব্যবহৃত যে মোবাইলের সিম পাওয়া যায়, সেই সিম হচ্ছে টেলিটকের, ৩,৪০০টি সিম। পরবর্তীতে বিটিআরসি টেলিটকে পরিদর্শনে গেছে, তারা তদন্তে গেছে। তদন্তে শেষে বিটিআরসি একটি প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদনে বিটিআরসি বলেছে, অবৈধ ব্যবহৃত সিমগুলো একই ব্যক্তির একটি এনআইডির অনুকূলে কেনা এবং একই সেলপয়েন্ট থেকে বিক্রি হয়েছে।’ 

‘আমি যে বক্তব্য নিয়ে এসেছি, এ বিষয়ে আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর ৩০০ বিধিতে একটি বিবৃতি দাবি করছি। কেন বিবৃতি দাবি করছি, বিবৃতি দাবি করছি- এই যে আমাদের টেলিটকটা কীভাবে জড়িত হলো? এবং বিটিআরসির প্রতিবেদনে এসেছে, টেলিটকের কর্মকর্তারা জড়িত এবং এটার এমডি হচ্ছেন সাহাবউদ্দিন সাহেব, সংবাদ মাধ্যমে এসেছে। সাহাবউদ্দিন সাহেব, কিছু কর্মকর্তা এবং তাদের সাথে কিছু রাজনৈতিক প্রভাবশালী চক্র মিলে টেলিটককে এই অবৈধ ভিওআইপি ব্যবসার সাথে জড়িত করেছেন। এইসব কর্মকর্তা ও রাজনৈতিক চক্র যারাই অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত, তাদের বিষয়ে সংসদে মন্ত্রীর ৩০০ বিধিতে বিবৃতি দাবি করছি,’- বলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর