২১ অক্টোবর, ২০২১ ২৩:৩৭

আওয়ামী লীগের ১১ চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৬৯১ জনের মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের ১১ চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৬৯১ জনের মনোনয়ন বাতিল

দ্বিতীয় ধাপের ৮৪৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৬৯১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এ ধাপে চেয়ারম্যান পদে ১২৬ জনের মনোনয়ন বাতিল হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের ১১ জন প্রার্থীসহ মোট ২৭ জন দলীয় প্রার্থী রয়েছেন। আর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র বাতিল হয়েছে ৯৯ জনের। সাধারণ সদস্য পদে মনোনয়ন বাতিল হয়েছে ৪৪২ জনের। সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন বাতিল হয়েছে ১২৩ জনের। নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে। 

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা হচ্ছে সর্বমোট ৪৩ হাজার ৭৬৭ জন। এর আগে ৮৪৬ ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছিল ৪ হাজার ৭৫ জন। সদস্য পদে দাখিল করেছিল ৩০ হাজার ৮৯০ জন এবং সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন দাখিল করেছিল ৯,৪৯৩ জন। বাছাই শেষে বর্তমানে বৈধ চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা হচ্ছে ৩,৯৪৯ জন। বৈধ সাধারণ সদস্য প্রার্থীর সংখ্যা হচ্ছে ৩০ হাজার ৪৪৮ জন এবং সংরক্ষিত সদস্য পদে বৈধ প্রার্থীর সংখ্যা হচ্ছে ৯৩৭০ জন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর