সদ্যপ্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের স্মরণে জানাতে আগামীকাল রবিবার হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই সিদ্ধান্ত নিয়েছেন।
আজ শনিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে, আজ সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন শাহাবুদ্দিন আহমেদ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
বিডি-প্রতিদিন/শফিক