তিন দিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। আজ শনিবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
আগামীকাল রবিবার মাসুদ বিন মোমেনের সঙ্গে অংশীদারিত্ব সংলাপে অংশ নেবেন নুল্যান্ড। অর্থনীতি, কোভিড সহযোগিতা, উন্নয়ন, নিরাপত্তা, ইন্দো-প্যাসিফিক, গণতন্ত্র, মানবাধিকার এবং শ্রম অধিকারসহ দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা করবেন তারা।
অংশীদারিত্ব সংলাপ শেষে তারা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যৌথ সংবাদ সম্মেলন করবেন। এরপর দুপুর ২টায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন নুল্যান্ড।
সোমবার ঢাকা সফর শেষে ভারতের উদ্দেশে রওনা দেবেন নুল্যান্ড। শ্রীলঙ্কায় ‘অংশীদারত্ব সংলাপ’ এবং নয়াদিল্লিতে পররাষ্ট্র দফতরে কনসালটেশনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ