২৭ মে, ২০২২ ১৫:৫৮

শনিবার বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে গাফফার চৌধুরীকে

অনলাইন ডেস্ক

শনিবার বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে গাফফার চৌধুরীকে

আবদুল গাফফার চৌধুরী

আগামীকাল শনিবার বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীকে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয়ে গাফফার চৌধুরীর মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শনিবার বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

বিমানবন্দরে বাংলাদেশ সরকারের পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক আবদুল গাফফার চৌধুরীর মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন।

গার্ড অফ অনার এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য গাফফার চৌধুরীর মরদেহ শনিবার দুপুর ১টা হতে বিকাল ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষের সহযোগিতায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের পর বিকাল সাড়ে ৪টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশে মরদেহ নিয়ে যাওয়া হবে। বিকাল সাড়ে ৫টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আবদুল গাফফার চৌধুরীর মরদেহ সমাহিত করা হবে।

আবদুল গাফফার চৌধুরী গত ১৯ মে ২০২২ বৃহস্পতিবার হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর