২০২২-২৩ অর্থ-বছরের প্রস্তাবিত বাজেটে আমদানিকৃত ২৫০ সিসির উপর টু স্ট্রোক ইঞ্জিনের মোটরসাইকেল আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক ২৫০ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থ-বছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপনকালে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়াও ২৫০ সিসি'র বেশি ক্ষমতা সস্পন্ন ফোর-স্ট্রোক ইঞ্জিনের মোটরসাইকেল আমদানিতে ১০০ শতাংশ সম্পূরক শুল্কের প্রস্তাব করেন মন্ত্রী।
বাজেট বক্তব্যে মন্ত্রী বলেন, “আমাদের দেশে ২৫০সিসি'র বেশি ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেলের ইঞ্জিন তৈরির কারখানা স্থাপন করা হয়েছে। এ ধরনের পণ্য আমদানিতে বর্তমানে কোনো সম্পূরক শুল্ক নেই। অন্যদিকে, ২৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির ক্ষেত্রে ফোর-স্ট্রোকের জন্য ৬০ শতাংশ এবং টু-স্ট্রোক মোটরসাইকেলের জন্য ২৫০ শতাংশ সম্পূরক শুল্ক রয়েছে।”
বিডি প্রতিদিন/আরাফাত