ঢাকা থেকে সিলেট হয়ে লন্ডনগামী সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সিলেট বিমানবন্দরের রানওয়েতে বন্যার পানি ঢুকে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্লাইট বন্ধ থাকবে ২২ জুন পর্যন্ত।
আজ শনিবার এ খবর নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
ইতোমধ্যে সেখানে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ সংবাদমাধ্যমকে জানান,
একটি ফ্লাইট আজ শনিবার সকাল ৮টায় ঢাকা থেকে সিলেট হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল। সেটি বাতিল করা হয়। এর মধ্যে আবার আগামীকাল রবিবার ও ২২ জুন বিমানের ঢাকা-সিলেট-লন্ডন ফ্লাইট রয়েছে। সেগুলোও বাতিল করা হয়েছে।
সূত্র জানায়, বাতিল করা ফ্লাইটের তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আরও এর পরের ফ্লাইটের বিষয়ে ২১ তারিখে সিদ্ধান্ত হবে।
শুক্রবার বিকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে বন্যার পানি প্রবেশ করায় বিমান চলাচল বন্ধ ঘোষণা করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ