ভারতের নয়াদিল্লীস্থ বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান আজ সকালে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর সাথে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের সময় বাংলাদেশের বিদায়ী হাই কমিশনার মোহাম্মদ ইমরান ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উষ্ণ অভিবাদন জানিয়েছেন। দু’দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভারতের রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সদিচ্ছার উপর ভিত্তি করে গড়ে উঠা দু’দেশের সম্পর্ক আগামী দিনে আরো শক্তিশালী হবে। দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও তারা প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফল সফরের বিষয়টি তুলে ধরেন যা দু’দেশের সম্পর্ককে আরো সংগঠিত করেছে।
বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ভারতের সরকার ও জনগণের প্রতি তার সময়কালে সর্বাত্মক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি আশা করেন ভারতের রাষ্ট্রপতি আগামী দিনে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের সুযোগ তৈরি করতে সক্ষম হবেন।
ভারতের রাষ্ট্রপতি বিদায়ী হাই কমিশনার মোহাম্মদ ইমরান এর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিডি প্রতিদিন/এএ