দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে নারীর সমঅধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘নারীপক্ষ’।
বুধবার সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ওপর চলছে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের নেতা-নেত্রীদের বর্বর নির্যাতন। যার কিছু কিছু খবর বিভিন্ন প্রচারমাধ্যমসহ সামাজিক যােগাযােগ মাধ্যমে মাঝে মাঝে প্রকাশ হয়ে পড়ে। এর মধ্যে এখন সর্বাধিক আলােচনায় আছে ইডেন মহিলা কলেজ। এই কলেজ ছাত্রীনিবাসগুলাের বেশিরভাগ কক্ষের নিয়ন্ত্রণই ছাত্রলীগের হাতে। তারা সেখানে টাকার বিনিময়ে ছাত্রীদের ওঠান। ছাত্রীদের দলীয় কর্মসূচিতে যেতে বাধ্য করেন।’
‘কোনো ছাত্রী তাদের কথামতাে না চললে বা দাবিমতাে টাকাপয়সা না দিলে তার ওপর চলে বর্বর শারীরিক ও মানসিক নির্যাতন-নিপীড়ন। যেমন: লাঠি বা লােহার রড দিয়ে পেটানাে, চড়-থাপ্পড় মারা, গায়ে গরম চা/পানি ঢেলে দেয়া, অনৈতিক কাজের প্রস্তাব দেওয়া বা অনৈতিক কাজ করতে বাধ্য করা, বিবস্ত্র ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া, হল থেকে বের করে দেওয়া, ইত্যাদি। আশ্চর্য এবং দুঃখজনকভাবে কলেজকর্তৃপক্ষ ওই নেত্রীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তাে নেন-ই না, উপরন্তু ভুক্তভােগী ছাত্রীদেরই তাদের বাড়ি পাঠিয়ে দেওয়ার অভিযোেগ আছে!’
এতে আরও বলা হয়, ‘এই চিত্র কেবল কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানের নয়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বছরের পর বছর ধরে চলছে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনগুলাের নেতা-নেত্রীদের এই বর্বর নির্যাতন-নিপীড়ন। নারীপক্ষ এই সকল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং সেইসাথে নারীপক্ষ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ, শিক্ষামন্ত্রী এবং রাজনৈতিক দলগুলাের কাছে জোর দাবি জানাচ্ছে যে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলােতে স্বাভাবিক শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের ওপর ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের নেতা-নেত্রীদের বর্বর নির্যাতন বন্ধে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হােক।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ