জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হওয়ার দাবি থেকে সরে এসেছেন বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা করার দাবি পূরণ না হলে অধিবেশন বয়কট করার ঘোষণা দিয়েও সোমবার স্পিকারের আশ্বাসে দলীয় সিদ্ধান্ত থেকে সরে আসেন জাতীয় পার্টির এমপিরা।
তাই প্রথমে তারা অধিবেশনে যোগ না দিলেও পরে জি এম কাদেরের নেতৃত্বে জাপা এমপিরা সংসদের বৈঠকে যোগ দেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২০তম অধিবেশনের সোমবার বৈঠকের শুরুতে গ্যালারিতে দেখা যায় জাপার এমপি মশিউর রহমান রাঙা ছাড়া অপর কোনো এমপি অধিবেশনে উপস্থিত নেই। বিকাল সাড়ে ৪ টায় অধিবেশন শুরু হয়। আধা ঘণ্টা পরে বিকাল ৫টা নাগাদ জি এম কাদেরের নেতৃত্বে জাপা এমপিরা সংসদ অধিবেশনে যোগ দেন।
এ বিষয়ে জাপার পক্ষ থেকে জানান হয়, স্পিকারের আশ্বাসে তারা সোমবার বৈঠকে যোগ দিয়েছেন। যদিও এ বিষয়ে এখনো স্পিকারের দপ্তর থেকে কোনো চিঠি বা বিজ্ঞপ্তি পাওয়া যায়নি বলে জাপার প্রেস উয়ং থেকে জানান হয়েছে।
জানা যায়, গত ৩ সেপ্টেম্বর বিদেশে চিকিৎসাধীন বিরোধী দলের নেতা রওশন এরশাদকে সরিয়ে কাদেরকে তার স্থলাভিষিক্ত করার জন্য দলটির ২৬ জন এমপির ২৩ জনের স্বাক্ষর সংবলিত একটি চিঠি স্পিকার বরাবর দেয় দলটি।
কিন্ত এক মাসেও তার সুরাহা না হওয়ায় গত রবিবার সংসদীয় দলের বৈঠক করে জাপা। সেখানে সিদ্ধান্ত হয় জিএম কাদেরকে নেতা না করলে দলের এমপিরা সংসদের বৈঠকে যোগ দেবেন না। পরে গত রবিবার রাতে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতুত্বে তিন সদস্যের একটি দল স্পিকারের সঙ্গে দেখা করেন। এসময় স্পিকার তাদের বিষয়টি দেখবেন এমন আশ্বাস দেন বলে জানা যায়।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে জাপার সিনিয়র একাধিক সংসদ সদস্য জানিয়েছেন, জাতীয় পার্টির বিরোধী দলীয় নেতা রওশন এরশাদই থাকছেন।
গত রবিবার রাতে সংসদে এ ইস্যুটি নিয়ে শীর্ষমহলে আলোচনা হয়। সেখানে সিদ্ধান্ত হয়- রওশন এরশাদই আপাতত বিরোধী দলীয় নেতা থাকবেন। এটি সরকারের শীর্ষ পর্যায়ের ইচ্ছা বলেও জানিয়েছে সূত্রটি।
এর পরেই রওশনপন্থীরা গত রবিবার রাতে জানান, তারা আগামী ২৬ নভেম্বরে আহুত জাপার কাউন্সিল স্থগিত ঘোষণা করেছেন এবং সোমবার জি এম কাদের স্পিকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দলীয় এমপিদের সংসদে যোগ দেবারও অনুরোধ জানান।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ