প্রশ্নপত্রে মুদ্রণজনিত ত্রুটির কারণে কারিগরি শিক্ষাবোর্ডের অধীন এইচএসসির (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা-১ (নতুন ও পুরোনো পাঠ্যসূচি)-এর পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার বিকালে এই পরীক্ষা হওয়ার কথা ছিল।
কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে বলা হয়েছে, অনিবার্য কারণে এই পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত বিষয়ের পরীক্ষার নতুন সময়সূচি পরিবর্তীতে জানানো হবে।
প্রসঙ্গত, আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।
বিডি প্রতিদিন/আরাফাত