সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদলের সাবেক সহ-সভাপতি আলী আকবর চুন্নুকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৩।
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি আলী আকবর চুন্নুকে তুলে নেয়া হয়েছে। রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
রিজভী এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আমি মনে করি, সরকার আবারও তাদের ক্ষমতা দখলে রাখার জন্য মরণখেলায় মেতে উঠেছে। সেই কামনা-বাসনা থেকেই ইতোমধ্যে আমাদের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছে। তারই ধারাবাহিকতায় যুবদলের সাবেক সহসভাপতি আলী আকবর চুন্নুকে তুলে নিয়ে গেছে। অসৎ উদ্দেশ্যে যেমনভাবে অতীতে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে অন্যায়ভাবে রাতের অন্ধকারে তুলে নিয়ে গুম করেছে, তেমনিভাবে আলী আকবর চুন্নুকে তুলে নিয়ে গেছে। হয়তো কোনো অসৎ উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হয়েছে।
অবিলম্বে চুন্নুকে তার পরিবারের কাছে হস্তান্তর করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়ে রিজভী বলেন, অন্যথায় কোনো কিছু হলে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সম্পূর্ণভাবে দায়ী থাকবে।
বিডি-প্রতিদিন/ এ এস টি