২৬ নভেম্বর, ২০২২ ১৪:১৩

মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক

মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলন শুরু

ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলন শুরু হয়েছে। বেলা পৌনে দুইটাই জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এ সম্মেলন শুরু হয়।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলা তিনটায় আনুষ্ঠানিকভাবে এই সম্মেলন উদ্বোধন করেবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। 

সম্মেলনকে ঘিরে উৎসবে আমেজ বিরাজ করছে সোহরাওয়ার্দী উদ্যানে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্মেলনস্থলে প্রবেশ করছেন। সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা ছেয়ে গেছে ব্যানার-প্ল্যাকার্ড ও ফেস্টুনে।

প্রায় ৫ বছর পর অনুষ্ঠেয় এ সম্মেলনে সারাদেশ থেকে আসা সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কাউন্সিলর ও ডেলিগেটরা অংশ নেবেন। ২০১৭ সালের ৪ মার্চ সংগঠনটির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর