বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আমরা তো এখনও আন্দোলন শুরু করিনি। তাতেই সরকারের শীর্ষ পর্যায় থেকে বলতে শুরু করেছে, তারা নাকি ধাক্কা দিলে পড়বে না। আমি বলবো-কত বড় ধাক্কা লাগবে? তুফানের সঙ্গে কিন্তু সুনামিও আসে। দরকার হলে সবাই মিলে সেটাও তৈরি করবো। আন্দোলনের সুনামির ধাক্কায় এই সরকার ভেসে চলে যাবে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
মিন্টু বলেন, আওয়ামী লীগ এখন দুঃস্বপ্নের নাম। কোনভাবেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখা যাবে না। তারা নিজেদের স্বার্থে দেশকে বিক্রি করে দিচ্ছে। দেশকে রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব।
 
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন মোস্তফা জামাল হায়দার, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, শাহাদাত হোসেন সেলিম, গোলাম মহিউদ্দিন ইকরাম, অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        