আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বর্ষিয়ান রাজনীতিবিদ মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়। প্রজ্ঞাপনের কার্যকারিতা দেওয়া হয়েছে ১৪ জানুয়ারি তারিখ থেকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ১২ জানুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় মতিয়া চৌধুরীকে সংসদ উপ নেতা হিসেবে মনোনীত করা হয়। গত ১৫ জানুয়ারি জাতীয় সংসদের ২১তম অধিবেশনের বৈঠকে সংসদ উপনেতা হিসেবে মতিয়া চৌধুরীকে বরণ করে নেওয়া হয়।
মঙ্গলবার প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি একাদশ জাতীয় সংসদের সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, সংসদ সদস্য (১৪৪ শেরপুর-২)-কে ৩০ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ/১৪ জানুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ হইতে মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধাদি প্রদান করিয়াছেন।
গত ১১ সেপ্টম্বর আওয়ামী লীদের সভাপতিমণ্ডলীর সদস্য বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা সাজেদা চৌধুরী মৃত্যুতে সংসদ উপনেতার আসনটি শূন্য হয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে, এম, আব্দুস সালাম এ প্রজ্ঞাপন প্রকাশ করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল