৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:১১

মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক

মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

সরকার হটানোর চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শনিবার ঢাকাসহ দেশের ৮ বিভাগে বিক্ষোভ-সমাবেশ করবে বিএনপিসহ সমমনা দল ও জোটসমূহ। এরই অংশ হিসেবে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপি।

বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো এবং আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন নিপীড়ন বন্ধ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি, গণতন্ত্র বিরোধী দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সমাবেশ অনুষ্ঠিত হবে। 

নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে দুপুর দুইটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে মিছিল সহকারে সমাবেশস্থলে দলে দলে যোগ দিচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর ছাড়াও ঢাকার আশপাশের গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী জেলার নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দিচ্ছেন। 

বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ জানান, এই সরকারের পতনের লক্ষ্যে আমরা শান্তিপূর্ণ একটি সমাবেশ করব। বিভাগীয় সমাবেশ হিসেবে প্রস্তুতি ভাল।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর