৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০৯:১১

বিমানবন্দরে প্রতিমন্ত্রীর কাছে ক্ষোভ প্রকাশ যাত্রীর

অনলাইন ডেস্ক

বিমানবন্দরে প্রতিমন্ত্রীর কাছে ক্ষোভ প্রকাশ যাত্রীর

সংগৃহীত ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে পেয়ে ক্ষোভ প্রকাশ করলেন এক যাত্রী।

ওই যাত্রী প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ করেন যে, তিনি মালয়েশিয়ান এয়ারলাইন্সের লাইনের জন্য দাঁড়িয়ে আছেন। কিন্তু মনিটরে কোথাও লেখা নেই কোনটি মালয়েশিয়ান এয়ারলাইন্সের লাইন।

সঙ্গে সঙ্গে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট এয়ারলাইন্স সংস্থার এক কর্মকর্তাকে ডেকে বিষয়টি জিজ্ঞেস করেন। ওই কর্মকর্তা সদুত্তর দিতে না পারলে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা ডেকে আনতে বলেন তিনি।

এদিকে, প্রতিমন্ত্রীর কাছে ওই যাত্রী আরও অভিযোগ করেন, ইচ্ছামতো টিকিটের মূল্য বাড়ায় মালয়েশিয়াগামী কোনও কোনও এয়ারলাইন্স। এমনকি দিনে তিন/চার বারও টিকিটের মূল্য বাড়ানোর অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, প্রতি এ ঘণ্টা পরপরও টিকিটের মূল্য বাড়ানো হয়। সরকার কি এটার অনুমতি দেয়?

এ সময় প্রতিমন্ত্রী নির্দিষ্ট করে এয়ারলাইন্সের নাম জানতে চাইলে ওই যাত্রী বলেন, মালয়েশিয়ান এয়ারলাইন্স প্রায়ই এ কাজ করে থাকে। এমনকি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও একই কাজ করে।

ওই যাত্রী বলেন, কেন আমাদের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স এ কাজ করবে। বিষয়টি অনুসরণ করে বিদেশি এয়ারলাইন্সগুলোও একই কাজ করে থাকে।

অভিযোগ শুনে প্রতিমন্ত্রী বিষয়টি ব্যক্তিগতভাবে দেখার আশ্বাস দেন।

তবে বিমানবন্দরের সেবায় আগের তুলনায় কোনও পরিবর্তন দেখতে পাচ্ছেন কি না, এমন প্রশ্নের জবাবে ওই যাত্রী বলেন, হ্যাঁ, অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগের অনেক ভিড় লেগে থাকতো। এখন তেমনটি নেই।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর