আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল নেতারা বলেছেন, ১৪ দল একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়। বিএনপি ওই নির্বাচনে আসুক না আসুক, সেটি তাদের বিষয়। তবে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিরোধ গড়ে তোলা হবে। কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেও লাভ হবে না।
বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ১৪ দলের আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেন, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশের অস্তিত্বের বিরুদ্ধে কথা বলে, তারা জাতীয় শত্রু। এদের আইনানুযায়ী গ্রেপ্তার ও কঠোর শাস্তি দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে অবিচলভাবে সংবিধানের জাতীয় চার মূলনীতির ভিত্তিতে ১৪ দল এগিয়ে যাবে।
বিডি-প্রতিদিন/শফিক