আসন্ন ঈদে যাত্রীদের কাছ থেকে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার কারওয়ান বাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এবার ঈদে রেলের টিকিট অনলাইনে দেওয়া হবে, ফলে টিকিট প্রত্যাশীদের ভোগান্তি কমে আসবে। অন্যদিকে বাস লঞ্চসহ অন্যান্য গণপরিবহনে ঈদের সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। এবার যাত্রীদের এসব ভোগান্তি দূর করতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব।
তিনি বলেন, কোনোভাবেই ভোক্তার স্বার্থ ক্ষুণ্ন না হয় সে বিষয়ে অভিযানসহ সার্বিক তদারকিতে আমাদের টিম মাঠে থাকবে। এছাড়া ঈদের আগে কিছু ধরনের খাদ্য পণ্য নিয়েও অসাধুরা ঊর্ধ্বগতি সৃষ্টি করে। আমরা সেসব বিষয়েও পদক্ষেপ গ্রহণ করব। কোথাও আমরা সাধারণ ভোক্তার অধিকার ক্ষুণ্ন হতে দেব না।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ