২৩ এপ্রিল, ২০২৩ ১২:১৯

রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদকাল শেষ হচ্ছে আজ

অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদকাল শেষ হচ্ছে আজ

মো. আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদকাল শেষ হচ্ছে আজ রবিবার। আগামীকাল সোমবার শপথ নেবেন মো. সাহাবুদ্দিন।

নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শপথ পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ ছাড়াও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের মন্ত্রিসভার সদস্যসহ বিশিষ্টজনেরা। 

১৯৭০ সালে ময়মনসিংহ-১৮ আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হয়েছিলেন বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ। কিশোরগঞ্জের হাওর এলাকা থেকে ৭ বার আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আবদুল হামিদ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর