৩০ জুন, ২০২৩ ১৪:১৫

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে

অনলাইন ডেস্ক

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে

গতকাল বৃহস্পতিবার উদযাপিত হল মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এ উপলক্ষে অধিকাংশ মানুষ আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ করতে আগে বাড়ি গেলেও ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। যারা ঈদের আগে যেতে পারেনি তারা শুক্রবার সকাল হতেই বের হয়ে পড়েছে নাড়ির টানে বাড়ির পথে।

শুক্রবার সকালে গাবতলী ও কল্যাণপুর বাস টার্মিনালে এমন চিত্র দেখা যায়। ঈদ চলে গেলেও ঈদের ছুটিতে প্রিয়জনদের সঙ্গে মিলিত হতে গ্রামের বাড়ির উদ্দেশ্যে ছুটছেন তারা।

সরেজমিনে দেখা যায়, গাবতলীর কোচ কাউন্টারগুলোয় বাসের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। আবার কেউ কেউ কাউন্টারে কাউন্টারে ঘুরে টিকিট খুঁজছেন। উত্তরবঙ্গমুখী আগমনী বাসের কাউন্টারে ঈদের আগের মতোই অপেক্ষমাণ মানুষজন লক্ষ্য করা গেছে। কাউন্টারের ভেতরে স্থান সংকুলান না হওয়ায় বাইরের অস্থায়ী ক্যাম্পে বাসের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। ঈদের আগে বাড়তি যাত্রী চাপ সামাল দিতে এ ক্যাম্প বানানো হয়েছিল। এসব যাত্রীর অধিকাংশ ঈদের আগে টিকিট না পাওয়ায় আজ বাড়ি যাচ্ছেন।

অনেকে ঢাকায় কোরবানি করে গ্রামের বাড়ি যাচ্ছেন। এছাড়া কর্মজীবীদের মধ্যে কেউ কেউ ঈদের ছুটি না পাওয়ায় আজকে যাচ্ছেন। তবে বাড়ি যাওয়ার পূর্ব শিডিউলেই ঈদের পরে বাড়ি যাচ্ছেন বেশিরভাগ মানুষ। ফলে বাস কাউন্টারগুলো আগে থেকে কিছু বাস প্রস্তুত করে রেখেছিল, কিছু কোচ যাত্রী পাওয়ার পর যুক্ত করছে।

তবে সব বাস ঢাকা ছাড়ার জন্য যাত্রী পাচ্ছে, এমন না। কোনও কোনও বাসের লোকজন সেই চিরচেনা দৃশ্যের মতো দেখা গেছে। তারা যাত্রী দেখলেই কাউন্টার বা গাড়িতে টেনে তুলছেন।

এদিকে আজও কম আয়ের শ্রমজীবী মানুষ ট্রাকে উঠছে বাড়ি যাওয়ার জন্য। কম আয়ের এসব শ্রমজীবী মানুষের কেউ হয়তো ছুটি পায়নি, কেউ হয়তো একটু বাড়তি রোজগারের জন্য ঈদের আগে ও ঈদের দিন ঢাকায় কাজ করে রোজগার করেছেন। ঈদের পরের দিন বাড়ি ফিরছেন পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে।

বিডি প্রতিদিন/কালাম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর