১ অক্টোবর, ২০২৩ ২০:২৬

চুক্তিতে বিডার নির্বাহী সদস্য হলেন খাইরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

চুক্তিতে বিডার নির্বাহী সদস্য হলেন খাইরুল ইসলাম

মো. খায়রুল ইসলাম

চুক্তিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত সচিব মো. খায়রুল ইসলাম।
 
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্যান্য প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে।

চুক্তিতে এক বছরের জন্য তিনি এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর