১৯ অক্টোবর, ২০২৩ ১৬:৩৬

আমরা জনগণের শক্তিতে দৃঢ়ভাবে বিশ্বাস করি: রিজভী

অনলাইন ডেস্ক

আমরা জনগণের শক্তিতে দৃঢ়ভাবে বিশ্বাস করি: রিজভী

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা জনগণের শক্তিতে দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা তলে তলে কোনো কাজে বিশ্বাস করি না। ওবায়দুল কাদের বিভিন্ন দেশের রাজধানীর নাম ধরে বলেন তলে তলে ঠিক হয়ে গেছে। আর আমাদের ঠিক হয়ে গেছে অর্থাৎ যেটা প্রকাশ্য, সুস্পষ্ট, যেটা সর্বজন স্বীকৃত সেটি হচ্ছে জনগণের শক্তির ওপর ভরসা।

তিনি বলেন, জনগণের উপস্থিতির মধ্য দিয়ে এবং জনগণের শক্তি নিয়েই আমরা এ সরকারকে বাধ্য করব পদত্যাগ করতে। নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার দেওয়ার জন্য।  

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নয়া পল্টনের বিএনপি দলীয় কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রিজভী।

রিজভী বলেন, হিন্দু সম্প্রদায়ের বড় একটি ধর্মীয় উৎসব থাকাতে আমাদের বড় ধরনের কর্মসূচিগুলো স্থগিত করা হয়েছে। এটি শেষ হলে আমাদের বড় একটি জনসভা হবে। এগুলো ধারাবাহিকভাবে চলবে। এর আগেও তো বড় জাতীয় সমাবেশ হয়েছে। সেই রকমই বড় সমাবেশ হবে।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর