৯ নভেম্বর, ২০২৩ ১০:২৮

বিএনপির অবরোধে সমর্থন জানিয়েছে সর্বস্তরের জনগণ: রিজভী

অনলাইন ডেস্ক

বিএনপির অবরোধে সমর্থন জানিয়েছে সর্বস্তরের জনগণ: রিজভী

সংগৃহীত ছবি

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ এক দফা দাবি আদায়ে লক্ষ্যে তৃতীয় দফায় সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন আজ সকালে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও দলের অঙ্গ-সংগঠনগুলো।

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির অবরোধে সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়েছে। গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। চারদিক থেকে সরকারের পতনের আওয়াজ শোনা যাচ্ছে। কৃষক, শ্রমিক পেশাজীবী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ জনগণসহ সবাই এখন অবৈধ সরকারের বিরুদ্ধে মাঠে আছে।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকাল ৮টায় এ মিছিলে নেতৃত্বে দেন তিনি। এসময় নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন। মিছিলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এবিএম আবদুর রাজ্জাক মোস্তফা জামান, ওয়াকিল প্রমুখ। 
 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর