নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে দফতর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীক খেতাবপ্রাপ্ত।
এর আগে, গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টাসহ ১৪ জন উপদেষ্টার শপথ নেন। এরপর ১১ আগস্ট আরও দুই উপদেষ্টা শপথ নিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্রে থাকার কারণে শপথ নিতে পারেননি।
গত ৯ আগস্ট প্রথম দফায় উপদেষ্টাদের মধ্যে দফতর বণ্টন করা হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অধীনে ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
বিডি প্রতিদিন/একেএ