ভারত প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, তারা যেন টেরোরিস্টদের আশ্রয়স্থল হয়ে না ওঠে। ভারতের সঙ্গে নতজানু কূটনীতি আর নয়।
মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নিপীড়িতদের গণজমায়েতে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।
গণহত্যা, জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর গণহত্যা, মোদিবিরোধী আন্দোলন, ডিএসএসহ বাংলাদেশে বিভিন্ন সময়ে হওয়া ফ্যাসিবাদী জুলুমের প্রতিবাদে গণজমায়েতে হাজারো নির্যাতনের ঘটনা নিয়ে হাজির হয়েছেন ভুক্তভোগী এবং তাদের পরিবারের সদস্যরা।
হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের প্রতিটি জায়গা থেকে ফ্যাসিজমকে বিতাড়িত করতে হবে। ৭১'কে পুঁজি করে একে আওয়ামী লীগকরণ করেছে, তাদের বিচার হতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের রাজনীতির ময়দানে ফিরিয়ে আনা হলে, আহত আন্দোলনকারীদের রক্তের ওপর পা দিয়ে সেটি করতে হবে।
মায়ের ডাক সংগঠনের আয়োজনে এই গণজমায়েতে ভুক্তভোগী এবং তাদের পরিবারের সঙ্গে অংশ নেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি, গুম কমিশনের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল।
এ সময় নিজেদের অভিজ্ঞতার স্মৃতিচারণ এবং বিচারের দাবিতে একাত্মতা প্রকাশ করেন তারা।
বিডি প্রতিদিন/কেএ