আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনী ‘LIMA-2025’-এ অংশ নিতে চট্টগ্রাম ছেড়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’। বৃহস্পতিবার (১৫ মে) চট্টগ্রাম নৌঘাঁটি থেকে আনুষ্ঠানিকভাবে জাহাজটির যাত্রা শুরু হয়।
এ উপলক্ষে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান জাহাজের কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। চট্টগ্রাম ত্যাগের সময় নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতিতে সুসজ্জিত বাদকদল বাদ্য পরিবেশন করে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায়। এ সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তাবৃন্দ এবং অংশগ্রহণকারী কর্মকর্তা-নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
মালয়েশিয়ার লাংকাউইতে ২০ থেকে ২৪ মে পর্যন্ত পাঁচ দিনব্যাপী আয়োজিত ‘17th Langkawi International Maritime and Aerospace Exhibition - 2025 (LIMA-2025)’ এ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী, উচ্চ পর্যায়ের প্রতিনিধি ও পর্যবেক্ষকরা অংশগ্রহণ করবেন। বাংলাদেশ থেকে ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ জাহাজটি ক্যাপ্টেন এম এজাজ মাসুদের নেতৃত্বে ৩৪ জন কর্মকর্তা এবং মোট ২২৯ জন নৌসদস্য নিয়ে প্রদর্শনীতে যোগ দিচ্ছে, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে আন্তর্জাতিক প্রদর্শনী, মহড়া ও প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক সমুদ্র নিরাপত্তা, মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এরই অংশ হিসেবে মালয়েশিয়ায় এ আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিচ্ছে বানৌজা খালিদ বিন ওয়ালিদ।
এই সফরের মাধ্যমে বাংলাদেশসহ অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আঞ্চলিক নৌ নিরাপত্তা ও কূটনৈতিক সহযোগিতা জোরদার হবে, পাশাপাশি নৌসদস্যদের পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি পাবে। উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ LIMA-তে অংশগ্রহণ করে আসছে।
প্রদর্শনী শেষে জাহাজটি ২৯ মে ২০২৫ তারিখে দেশে ফিরে আসবে।
বিডি প্রতিদিন/আশিক