বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জাল নোটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলো ঢাকার সাভার ভাকুর্তা এলাকার মোকলেছুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন (৩৫) ও একই থানাধীন ব্যাংক কলোনি এলাকার রুস্তম সিকদারের ছেলে ইমরুল সিকদার (৩২)।
মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে জানিয়েছে, নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় আবাসিক হোটেল মেট্রোপলিটনে অভিযান করে ডিবির একটি দল। এ সময় হোটেলে একটি কক্ষ থেকে দুই জনকে আটক করা হয়। পরে তাকে কাছ থেকে এক হাজার টাকার ৫০টি জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডিবির এসআই কামাল হোসেন বাদী হয়ে মামলা করেছে।
বিডি প্রতিদিন/এএম