সিরাজগঞ্জের শাহজাদপুরের বুড়ি পোতাজিয়া রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক ভূমিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন এবং অনুমোদনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এ পৃথকভাবে তিনটি সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বুড়ি পোতাজিয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে পরিবেশের ক্ষতি হবে না উল্লেখ করে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস যখন নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উত্তাল, তখন পরিবেশ আন্দোলনকর্মীর পরিচয়ে একটি লোভী, স্বার্থান্ধ গোষ্ঠী রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে চলনবিল ক্ষতিগ্রস্ত হবে বলে মিথ্যা প্রচারণা চালাতে শুরু করেছে। আমরা লক্ষ্য করি গত নয় বছরে এ বিষয়ে একটি কথাও কোনো মহল থেকে বলা হয়নি। আমরা এমন মিথ্যাচারের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই। যারা এই কাজটি করছে, তারা কেবল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিরোধী নয়, তারা রবীন্দ্র বিরোধী, উচ্চশিক্ষা বিরোধী এবং দেশবিরোধী। তারা একদিন ইতিহাসের আস্তা কুঁড়ে নিক্ষিপ্ত হবে। শাহজাদপুরের বুড়ি পোতাজিয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের সঙ্গে চলনবিলের কোনো সম্পর্ক নেই। এই স্থানের সঙ্গে চলনবিলের দূরত্ব ৬৮ কিলোমিটার। এর মাঝখানে আছে অসংখ্য বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদসহ নানাবিধ অবকাঠামো। বুড়ি পোতাজিয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের সঙ্গে চলনবিলের কোনো বিরোধ নেই। আপনারা ষড়যন্ত্রের পথ পরিহার করুন। লোভে পড়ে শত শত শিক্ষার্থীর জীবন নিয়ে খেলবেন না। এই প্রতিষ্ঠানের আলোয় আপনার পরিবার ও সমাজ আলোকিত হবে। আর যদি ষড়যন্ত্রের পথ পরিহার না করেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় অধিবাসী আপনাদের সামাজিক ও আইনগতভাবে প্রতিহত করবে।
শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম, বহল বাড়ি ও বুড়ি পোতাজিয়া'র সচেতন নাগরিক ফোরামের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. আবদুল হান্নান ডাক্তার ও শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলা বিভাগের শিক্ষার্থী মেরাজ উদ্দিন।
বিডি প্রতিদিন/হিমেল