বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) ক্যাম্পাসহ সামনে সকল ধরনের সভা-সমাবেশ ও অনশন কর্মসূচি পালন নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার এ ধরনের একটি নোটিশ হাসপাতালের গেটে টানিয়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. মনিরুজ্জামান বলেন, হাসপাতালতো মিছিল মিটিং করার স্থান নয়। এখানে চিকিৎসা সেবা দেয়া হয়। শুক্রবার নোটিশটি টানানো হয়েছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, স্বাস্থ্য সংস্কারের দাবিতে কয়েকদিন ধরে হাসপাতালে অনশনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। এতে হাসপাতালের চিকিৎসা সেবা বিঘ্ন হয়। হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের সেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষ এ নোটিশ টানিয়েছে। কোনো ব্যক্তি কিংবা ব্যক্তিবর্গ নিষেধাজ্ঞা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল