বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে প্রধান কাজ হবে ৩১ দফা বাস্তবায়ন। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে হবে।
শুক্রবার বিকালে মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল হোসেন আজাদ বলেন, বিএনপির নেতা-কর্মীদের ওপর দিয়ে কঠিন সময় গেছে। দলের টিকে থাকার সংগ্রাম মোটেও সহজ ছিল না। কিন্তু বৈরী সময়ে বিএনপি শুধু টিকেই থাকেনি, বরং তারেক রহমানের নেতৃত্বে সব আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছে। চব্বিশের গণ-অভ্যুত্থানের ভিত্তি বিএনপিই তৈরি করেছিল।
তিনি বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন ছাড়া জাতির সামনে বিকল্প নেই। কেউ কেউ বলছে নির্বাচন হবে না বা দেরি হবে, কিন্তু এ নিয়ে কোনো সংশয় নেই। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে।
বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর ধরে অধিকার ফিরে পেতে সংগ্রাম করেছে, যার মধ্যে ভোটের অধিকার ছিল প্রধান। এখন গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে। গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে অধিকারও প্রতিষ্ঠিত হবে না। তাই গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি।
তিনি অভিযোগ করেন, দেশে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। ভেতরে ও বাইরে এর দোসররা সক্রিয়। গত ১৫ বছরের ইতিহাস হলো গুম, খুন, লুটপাট আর ভোটের অধিকার হরণ।
জাতির সংকটময় সময়ে তরুণ সমাজের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, জুলাই আন্দোলনে তরুণ প্রজন্মের নেতৃত্বেই দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন হবে সবচেয়ে কঠিন। একে ঘিরে ষড়যন্ত্র চলছে। তবে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করা গেলে তা মোকাবিলা সম্ভব। জনগণের আস্থা পেতে বিএনপি নেতাকর্মীদের দোরগোড়ায় যেতে হবে। স্বৈরাচারের পতন হলেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চ্যালেঞ্জের মুখে পড়বে। তবে রাষ্ট্র পরিচালনায় পূর্ব অভিজ্ঞতা থাকায়, সরকার গঠন করতে পারলে বিএনপি এ অবস্থা থেকে দেশকে উত্তরণে সক্ষম হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল