ঢাকাসহ সারা দেশে দোয়া মাহফিলের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন পালন করেছে বিএনপি। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মী এবং সমর্থকরা মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। তবে মুক্ত পরিবেশে এবারও দলীয়ভাবে জন্মদিনে কেক কাটার কোনো আয়োজন ছিল না। ২০১৬ সাল থেকেই খালেদা জিয়া জন্মদিনের কেক কাটা থেকে বিরত রয়েছেন। গতকাল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া দুপুরে জুমার নামাজের পর জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। জন্মদিন উপলক্ষে ঢাকাসহ সারা দেশে বিএনপির কার্যালয় এবং বিভিন্ন মসজিদ-এতিমখানায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন স্থানীয় নেতা-কর্মীরা। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন স্থায়ীভাবে মুক্তি পান খালেদা জিয়া। এরপর এটিই তাঁর দ্বিতীয় জন্মদিন, যা তিনি মুক্ত পরিবেশে পালন করছেন। ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। দেশে করোনাভাইরাসের সংক্রমণ হলে ২০২০ সালের ২৫ মার্চ ছয় মাসের জন্য সাজা স্থগিত করে খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় আওয়ামী লীগ সরকার। তখন থেকেই গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় আছেন খালেদা জিয়া।

প্রধান উপদেষ্টার শুভেচ্ছা : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জন্মদিনের শুভেচ্ছা হিসেবে ফুলের তোড়া পাঠিয়েছেন তিনি। গতকাল বিকালে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রীর গুলশানের বাসা ‘ফিরোজা’য় চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারের কাছে প্রধান উপদেষ্টার ফুলের তোড়া হস্তান্তর করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজকে (গতকাল) গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। জন্মদিনে তিনি কোনো অনুষ্ঠান পালন করেন না। তবে দল থেকে সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিল পালন করা হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ম্যাডামের জন্য ফুলের তোড়া পাঠিয়েছেন। তাঁর কর্মকর্তারা এটা গুলশানের বাসায় নিয়ে এসেছেন। এ সময় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, দলের নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন, চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার রাতে চীনা রাষ্ট্রদূতের পক্ষে জন্মদিনের ফুলের তোড়া পাঠিয়েছিল চীনা দূতাবাস। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে। তিনি ৮১ বছরে পা দিয়েছেন।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ ও সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার জন্মদিনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রংপুর : রংপুরে দোয়া মাহফিল করেছে মহানগর বিএনপি। বিকালে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, বিএনপি নেত্রী শহিদার রহমান জোসনা, ফেন্সী আক্তার, মহানগর যুবদলের সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিন প্রমুখ।
খুলনা : খুলনায় গতকাল কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে দলের নেতা-কর্মীরা অংশ নেন।
শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরের দুর্লভপুর মধ্যপাড়া গ্রামে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর : বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি। বাদ আসর শহরের কাঠপট্টির জেলা বিএনপির অফিসে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফেনী : বেগম খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে এতিম শিশু ও মাদরাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ এবং কোরআন খতমের আয়োজন করা হয়। দুপুরে বেগম খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজীর শ্রীপুর গ্রামের মজুমদার বাড়িতে এ ব্যতিক্রমী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। খালেদা জিয়ার পরিবারের আয়োজনে ও ফুলগাজী-ফেনীর সর্বস্তরের বিএনপির পক্ষে পাঁচ শতাধিক মানুষের অংশগ্রহণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম : বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় চট্টগ্রামে বিভিন্ন ইউনিটে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে বক্তারা বেগম খালেদা জিয়ার চার দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। কর্মসূচি অনুযায়ী চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়সংলগ্ন জামে মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল, আনোয়ারা উপজেলা বিএনপির উদ্যোগে বারখাইনের হাজীগাঁও জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট : বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে বাগেরহাট জেলা বিএনপি। দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে জেলা বিএনপির শীর্ষ নেতা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বগুড়া : বগুড়ায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। বাদ জুমা শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে জেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোপালগঞ্জ : গোপালগঞ্জে মিলাদ মাহফিল, দোয়া ও বিশেষ মোনাজাত করেছেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
লক্ষ্মীপুর : জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।