জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইসলামী রাষ্ট্র কায়েমে আলেমদের ঐক্যের বিকল্প নেই। আলেম-উলামাদের মধ্যে ছোটখাটো ভেদাভেদ ভুলে ইসলামী সংগঠনগুলোর বৃহত্তর ঐক্য গঠন করতে হবে। গতকাল জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে কোরআন মজলিস বাংলাদেশের আমির হাফেজ মাওলানা মো. এমদাদ উল্লাহর নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতাদের সঙ্গে একটি বৈঠকে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন কোরআন মজলিস বাংলাদেশের সহআমির মাওলানা মো. হাফিজুর রহমান মল্লিক, যুগ্ম মহাসচিব মো. শুকুর আলী কাজী ও হাফেজ মাওলানা মো. আবুল কালাম আজাদ সিরাজী, ওলামা সচিব হাফেজ কারি মো. বিল্লাল হোসেন সরকার, প্রেস সচিব আকাশ মাহমুদ ও তামিরুল মিল্লাত কামিল মাদরাসা শিক্ষার্থী হোসাইন মাহমুদ।
বৈঠক শেষে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হাতে কোরআন মজলিস বাংলাদেশের পক্ষ থেকে একটি স্মারক উপহার তুলে দেওয়া হয়।