তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সফর করবেন তিনি। এ সফরে ভুটানের প্রধানমন্ত্রীকে ‘অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে বাংলাদেশ সফরকালে ‘অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করল।