রংপুর বিভাগে আজ দুপুরের মধ্যে বজ্রপাত হওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ আশঙ্কার কথা জানান তিনি।
কামাল পাশা বলেন, শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটের পর থেকে দুপুর ১টার মধ্যে রংপুর বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা খুবই বেশি।
এ ছাড়া সকাল ১০টা পর থেকে দুপুর ২টার মধ্যে সিলেট বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/নাজিম