সারাদেশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হবে মঙ্গলবার (১২ আগস্ট)। এ বছর আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’।
আজ সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব উল আলম জানান, দিবসটি উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি এবং যুব উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।
সচিব আরও বলেন, জুলাই গণঅভুত্থানের মাধ্যমে অর্জিত তারুণের জয়যাত্রাকে কাজে লাগাতে চায় মন্ত্রণালয়। এ জন্য প্রযুক্তি নির্ভর যুবশক্তিকে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থানে ঋণ দেয়া হচ্ছে।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, গত এক বছরে ১৮ থেকে ৩৫ বছর বয়সের ২ লাখ ৭১ হাজার জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ৪ হাজার ৯৮৫ জন যুবককে ৪৭ কোটি ১৬ লাখ টাকা যুব ঋণ দেয়া হয়েছে। সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে ১ হাজার ৭৬ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় জাদুঘর থেকে শুরু হবে যুব র্যালি, শেষ হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালে হবে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, জাতীয় যুব পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিডি প্রতিদিন/আরাফাত