পাবনায় জেলা আওয়ামীলীগের সহ সভাপতির লাইসেন্সকৃত রিভলভারের গুলিতে মাসুদুর রহমান নামে এডওয়ার্ড কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৯ টার দিকে শহরের রাধানগর মহল্লার একই মালিকানাধীন ছন্দা ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামীলীগ নেতার ব্যাক্তিগত গাড়ির চালক শাকিলকে আটক ও রিভলভারটি জব্দ করেছে পুলিশ।
নিহত মাসুদুর পাবনার আতাইকুলা থানার চরপাড়া শোলাবাড়িয়া গ্রামের মোকছেদ আলীর ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম জানান, গত শনিবার রাত সাড়ে ৯ টার দিকে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাষ্টারের মালিকানাধীন একটি ছাত্রবাসের টিভি রুমে ড্রাইভার শাকিল অস্ত্রটি নিয়ে গেলে সেখানকার কয়েকজন শিক্ষার্থী খেলা করার ছলে হঠাৎ গুলিতে এডওয়ার্ড কলেজের হিসাব বিজ্ঞান ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাসুদুর রহমান (২২) ঘটনা স্থলেই মারা যায়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে ওই আওয়ামীলীগ নেতার গাড়ি চালকে আটক করেছে এবং অস্ত্রটি জব্দ করেছে।
এ ঘটনায় রাতেই নিহতের ভাই আজাহার আলী বাদী হয়ে গাড়ি চালকসহ ২ জনের নাম উল্লেখ করে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করে। দায়েরকৃত মামলায় গাড়ি চালক শকিলকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদ।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাক্তি জানিয়েছেন, বিষয়টি ওই আওয়ামীলীগ নেতার পরিবারের কোন মেয়েঘটিত হতে পারে। আর এ কারনেই ওই শিক্ষার্থীকে সুপরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। কেননা কোন মালিকের গাড়ি চালক কখনো মালিকের অস্ত্র নিয়ে ছাত্রাবাসে গিয়ে খেলা করার কথা না।
এ ব্যাপারে পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টার বলেন, আমি নামাজ পড়তে মসজিদে ছিলাম। পরে বিষয়টি শুনতে পাই। আসলে কী হয়েছে প্রকৃত ঘটনা জানি না।