স্থানীয় সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় এবং রাজিব চৌধুরীর জনপ্রিয়তায় ঈর্ষাকাতর হয়ে রাজিব চৌধুরী ও সঞ্চিতা শীল চৌধুরীকে খুন করা হয়েছে বলে দাবি করেছে নিহতের পরিবার। এ হত্যার পেছনে সন্ত্রাসীদের পাশাপাশি তাদের সহকর্মীরাও জড়িত থাকতে পারেন বলে দাবি করেছেন তারা। এদিকে দুই দিন অতিবাহিত হলেও চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় রাজিব-সঞ্চিতা দম্পতির মৃত্যু ‘রহস্য’ উন্মোচন করতে পারেনি পুলিশ। মৃত্যুর কারণ উন্মোচিত না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে নিহতদের পরিবার। নিহত রাজিব চৌধুরীর ছোট ভাই অভিজিৎ চৌধুরী দাবি করেন, ‘কয়েকদিন আগে স্থানীয় কিছু সন্ত্রাসী দাদার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা হুমকিও দিয়েছে। চাঁদা না পেয়ে ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীরা তাদের হত্যা করেছে। এ ছাড়া দাদার জনপ্রিয়তায় স্থানীয় কিছু ব্যক্তি ও তার কয়েকজন সহকর্মী ঈর্ষাকাতর ছিল। জনপ্রিয়তার কারণে দাদা ও বৌদিকে হত্যা করা হয়েছে বলেও ধারণা করছি।’ তিনি প্রশ্ন তুলে বলেন, ‘ছাদ থেকে পড়ে যদি তাদের মৃত্যু হয় তাহলে শরীরে আঘাতের চিহ্ন এসেছে কোথা থেকে। এ ছাড়া ভাবীর হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ধারণা করছি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।’ এ ব্যাপারে সিএমপির অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) তানভীর আরাফাত বলেন, ‘এটি হত্যাকাণ্ড না দুর্ঘটনা তা তদন্ত করছে পুলিশ। লাশের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরে নগরীর আকবর শাহ থানা এলাকায় রাজিব চৌধুরী ও সঞ্চিতা শীল চৌধুরীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাজিবের ভাই অভিজিৎ চৌধুরী বাদী হয়ে আকবর শাহ থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
শিরোনাম
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
চট্টগ্রামে দম্পতির মৃত্যু
‘চাঁদা না দেওয়ায় রাজিব-সঞ্চিতা খুন’
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর