স্থানীয় সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় এবং রাজিব চৌধুরীর জনপ্রিয়তায় ঈর্ষাকাতর হয়ে রাজিব চৌধুরী ও সঞ্চিতা শীল চৌধুরীকে খুন করা হয়েছে বলে দাবি করেছে নিহতের পরিবার। এ হত্যার পেছনে সন্ত্রাসীদের পাশাপাশি তাদের সহকর্মীরাও জড়িত থাকতে পারেন বলে দাবি করেছেন তারা। এদিকে দুই দিন অতিবাহিত হলেও চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় রাজিব-সঞ্চিতা দম্পতির মৃত্যু ‘রহস্য’ উন্মোচন করতে পারেনি পুলিশ। মৃত্যুর কারণ উন্মোচিত না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে নিহতদের পরিবার। নিহত রাজিব চৌধুরীর ছোট ভাই অভিজিৎ চৌধুরী দাবি করেন, ‘কয়েকদিন আগে স্থানীয় কিছু সন্ত্রাসী দাদার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা হুমকিও দিয়েছে। চাঁদা না পেয়ে ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীরা তাদের হত্যা করেছে। এ ছাড়া দাদার জনপ্রিয়তায় স্থানীয় কিছু ব্যক্তি ও তার কয়েকজন সহকর্মী ঈর্ষাকাতর ছিল। জনপ্রিয়তার কারণে দাদা ও বৌদিকে হত্যা করা হয়েছে বলেও ধারণা করছি।’ তিনি প্রশ্ন তুলে বলেন, ‘ছাদ থেকে পড়ে যদি তাদের মৃত্যু হয় তাহলে শরীরে আঘাতের চিহ্ন এসেছে কোথা থেকে। এ ছাড়া ভাবীর হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ধারণা করছি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।’ এ ব্যাপারে সিএমপির অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) তানভীর আরাফাত বলেন, ‘এটি হত্যাকাণ্ড না দুর্ঘটনা তা তদন্ত করছে পুলিশ। লাশের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরে নগরীর আকবর শাহ থানা এলাকায় রাজিব চৌধুরী ও সঞ্চিতা শীল চৌধুরীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাজিবের ভাই অভিজিৎ চৌধুরী বাদী হয়ে আকবর শাহ থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
শিরোনাম
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
চট্টগ্রামে দম্পতির মৃত্যু
‘চাঁদা না দেওয়ায় রাজিব-সঞ্চিতা খুন’
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর