মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ করেছেন পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মীরা। গতকাল রাজধানীর ইস্কাটনে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে দিনভর বিক্ষোভ করেন তারা। সারা দেশের প্রায় সাত হাজার কর্মী জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। জানা গেছে, সরকারের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের অধীন সারা দেশে প্রায় সাড়ে সাত হাজার কর্মী নিয়োগ দেওয়া হয়। গত জুনে এ প্রকল্পের মেয়াদ শেষ হয়। প্রকল্পের অধীন চাকরিরত কর্মীদের সদ্যপ্রতিষ্ঠিত পল্লী সঞ্চয় ব্যাংকে আত্তীকরণের ঘোষণা দেওয়া হয়। কিন্তু দুই মাসেও তাদের স্থায়ীভাবে নিয়োগ না দিয়ে প্রতি উপজেলায় তিনজনকে সাময়িকভাবে দায়িত্বে নিয়োগ করা হয়েছে। বাকিদের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া হলেও ব্যাংকের পক্ষ থেকে বেতন-ভাতা প্রদান করা হয়েছে। কিন্তু এসব কর্মীকে স্থায়ীভাবে নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে সারা দেশের কর্মীরা ঢাকায় এসে বিক্ষোভ প্রদর্শন করেন। আজ তারা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।

সর্বশেষ খবর