সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বগুড়ায় এসএমজি গ্রেনেড উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় মাটি খুঁড়তে গিয়ে মুক্তিযুদ্ধের সময়ের গুলি, এসএমজি ও এলএমজির ম্যাগাজিন এবং গ্রেনেড পাওয়া গেছে। গতকাল সকালে বগুড়া সদর উপজেলার গোকুলের বড় ধাওয়াকোলা গ্রাম থেকে এগুলো উদ্ধার করে পুলিশ।

বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, ওই গ্রামের মরহুম কলিম উদ্দিন খানের ছেলে আশিক খান নতুন বাড়ি তৈরি করছিলেন। বাড়ির পাশে সেপটিক ট্যাংক নির্মাণের জন্য গতকাল সকাল ৯টার দিকে শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় প্রায় দেড় ফুট নিচে মাটির পাতিল দেখতে পায়। পরে তারা পাতিল ভেঙে একটি এসএমজি, ২৪ রাউন্ড গুলি, এসএমজির তিনটি ও এলএমজির ১০টি ম্যাগাজিন এবং ছয়টি গ্রেনেড পায়। পরে খবর পেয়ে পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী গুলি, ম্যাগাজিন ও গ্রেনেড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময়কার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর