শিরোনাম
সোমবার, ৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা
যুবলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি

৩০ মার্চের মধ্যে সম্মেলনের নির্দেশনা দিয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবলীগের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ জন্য আগামী ৩০ মার্চের মধ্যে সারা দেশে যুবলীগের মেয়াদোত্তীর্ণ উপজেলা-ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সম্মেলন করতে নির্দেশ দিয়েছে যুবলীগের হাইকমান্ড। যারা নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলন করতে ব্যর্থ হবেন সেসব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গতকাল ডাকযোগে সারা দেশের সব জেলা-থানা শাখায় যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ সব শাখার সম্মেলন ৩০ মার্চের মধ্যে সম্পন্ন করতে হবে। অন্যথায় ১ এপ্রিলের পর মেয়াদোত্তীর্ণ সব কমিটি বিলুপ্ত বলে গণ্য হবে। এতে বলা হয়, ২০১৯ সালের নির্বাচনকে সামনে রেখে সব জেলা-উপজেলা শাখাকে নৌকা প্রতীকের দুর্গ হিসেবে গড়ে তুলতে যুবলীগের সব শাখাকে ঢেলে সাজানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে যুবলীগের চেয়ারম্যন ওমর ফারুক চৌধুরী বলেন, দেশের প্রত্যেকটি জেলা-উপজেলা শাখাকে শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে তৈরি করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ২০১৯ সালের নির্বাচনে বিজয় নিশ্চিত করতে নৌকা মার্কার অতন্ত্র প্রহরী হয়ে কাজ করার জন্য প্রতিটি শাখাকে ঢেলে সাজাচ্ছি।

রাষ্ট্রপতির সঙ্গে যুবলীগ নেতৃবৃন্দের সাক্ষাৎ : যুবলীগের গবেষণা কেন্দ্র ‘যুবজাগরণ’  থেকে প্রকাশিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন ‘জনগণের ক্ষমতায়ন’ ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ ও প্রকাশনা রাষ্ট্রপতিকে উপহার দিয়েছে যুবলীগ। সংগঠনটির চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে গতকাল বিকেলে বঙ্গভবনে সাক্ষাৎকালে বইগুলো তারা রাষ্ট্রপতির হাতে তুলে দেন। সংগঠনের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদসহ যুবলীগ কেন্দ্রীয় কমিটির অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর