মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

দুর্নীতির বিরুদ্ধে লড়লে ব্যাংকের টাকা পাচারে বিচার নেই কেন : মান্না

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সরকারের উদ্দেশে বলেছেন, যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন তবে ব্যাংক থেকে কোটি কোটি টাকা পাচারের বিচার নেই কেন? গতকাল সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, আইনের শাসনের কথা বলে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। এই আইনই তো শেখ হাসিনাকে ছেড়ে দিয়েছে! তাহলে কী দরকার ছিল এ রায়ের? এতবড় অন্যায় মানা উচিত নয়। নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবু বকর সিদ্দিকীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘গ্রহণযোগ্য নির্বাচনের লড়াই এ শরিক হউন’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে নাগরিক ঐক্য।  অনুষ্ঠানে মাহমুদুর রহমান মান্না আরও বলেন, ‘গভীর সংকটের ভিতর আমরা। অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলি, কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচন কখন বলা যাবে? আওয়ামী লীগ ও বিএনপি না থাকলে এটা হয় না। খালেদা জিয়ার রায়ের দিন এতগুলো মানুষের মিছিল হলো, এত মানুষের ব্যাপারে কেউ ভাবেনি। এর মানে ভিতরে ভিতরে গুছিয়ে আছে তারা।’ দেশে বর্তমানে বহুদলের নামে একদলের শাসন চলছে উল্লেখ করে তিনি বলেন, দেশ এখন মগের মুল্লুক হয়ে গেছে। নিরীহ লোকদের ধরে ইয়াবা দিয়ে ধরিয়ে দেওয়া হচ্ছে। দেশে পুলিশী রাজ্য কায়েম করা হচ্ছে। গরিব মানুষের ওপর যাতে অন্যায় অত্যাচার করা না হয়, এজন্য দেশে গণতন্ত্র দরকার। এখন অপরাধী নয় এমন মানুষকে জেলে পাঠানো হচ্ছে। মান্না বলেন, গণতন্ত্রের লড়াই, সঠিক নির্বাচনের লড়াই চালাতে হবে। গণতন্ত্রের জন্য এ লড়াই অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সার, প্রধান উপদেষ্টা এসএম আকরাম, বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা আবদুস সালাম, প্রয়াত আবু বকর সিদ্দিকীর সন্তান রেদওয়ান ও রায়হান প্রমুখ বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর